বড় ঘোষণা অমিত শাহ’র! গোটা দেশে চালু হবে NRC, বাদ যাবেনা বাংলাও

রাজ্যসভায় (Rajya Sabha) স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) আজ এনআরসি (NRC) নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দেন। সাংসদদের প্রশ্নের জবা দিয়ে অমিত শাহ বলেন, NRC এর জন্য কোন ধর্ম বিশেষ মানুষদের ভয় পেতে হবেনা। বড় 24 ঘন্টার খবর ঘোষণা করে অমিত শাহ বলেন, NRC এর মাধ্যমে নাগরিকদের পরিচয় সুনিশ্চিত করা হবে, আর NRC গোটা দেশে লাগু হবে।

উনি ধর্মের ভিত্তিতে NRC তে বৈষম্যের কথা অস্বীকার করেন। উনি বলেন, এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেশের নাগরিকদের NRC লিস্টে যুক্ত করা হবে। NRC তে এমন কোন নিয়ম নেই যে, এর মাধ্যমে কোন ধর্ম বিশেষ মানুষদের এই সূচিতে যুক্ত করা হবেনা।

অমিত শাহ বলেন, সমস্ত নাগরিক তাঁদের ধর্ম যাই হোক না কেন, NRC লিস্টে যুক্ত হতে পারবেন। NRC একটি আলাদা প্রক্রিয়া আর নাগরিক সংশোধন বিল আলাদা প্রক্রিয়া। এই দুটি জিনিষকে একসাথে না দেখা মঙ্গল।

সৈয়দ নাসির হুসেইনের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন হিন্দু, বৌদ্ধ, শিখ জৈন, ইসাই, পারসি শর্ণার্থীদের নাগরিকতা দেওয়া হবে। এর জন্য সিটিজেন অ্যামেডমেন্ট বিল আলাদা একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে এই ধর্মাবল্মবি মানুষদের নাগরিকতা দেওয়া হবে। এরা পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে শুধুমাত্র ধর্মের কারণে অত্যাচারিত হয়ে এদেশে এসে মাথা গুঁজেছে।

Comments

Popular posts from this blog

৩৭০ অপসারণের পর কাশ্মীর ঘাঁটিতে এই প্রথমবার পালিত হলো প্রজাতন্ত্র দিবস! বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই করলেন অংশগ্রহণ

latest bengali news

আমরা সুপ্রিম কোর্টকে মানি না, আফজল গুরু নির্দোষ ছিল: CAA এর বিরোধিতা করতে গিয়ে বললেন মহিলা