আজ ভর দুপুরে রানিগঞ্জ শহরে ঘটে গেলো দুঃসাহসিক ডাকাতি

 আজ রানীগঞ্জে,(02.05.2018): ভর দুপুরে রানিগঞ্জ শহরে ঘটে গেলো দুঃসাহসিক ডাকাতি। রানিগঞ্জ শহরের সি আর রোড (লম্বুগলি) এর রানিগঞ্জ জুয়েলার্স নামে এক সোনার দোকানে একদল ডাকাত হামলা চালায়। তারা সাথে নিয়ে আসে আগ্নেয় অস্ত্র ও বোম্ব। প্রাথমিক তথ্য অনুসারে তারা দোকানে ঢোকার আগে শূন্যে গুলি চালায় এরপর দোকান লুট করে ফেরার সময় গুলিচালালে একজন সেই গুলির আঘাতে যখম হয়। তাকে এখন নিকটবর্তি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকলেই অবাক এই দিনে দুপুরে ডাকাতির ঘটনায়। চিন্তার ভাঁজ অন্যান্য ব্যবসায়ীর কপালে সাধারণ জনগণ ও ব্যবসায়ী সকলেই প্রশাসনের ব্যার্থতা কে দায়ী করছে এর জন্য কারণ খুব সামনেই রয়েছে রানিগঞ্জ থানা। এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। ব্যাবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণ অপরাধীদের ধরার জন্য সোচ্চার ।।





Comments

Popular posts from this blog

Breaking india news

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..

Big Breaking: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে কালি মাখিয়ে ভেঙে দেওয়া হল এই রাজ্যে..