সরকার যেটা করতে পারবে না সেটা করে দেখায় ভারতীয় সেনা, কেন এমন উত্তর..
সুপ্রভাত ডিজিটাল: সেনা প্রধান বিপিন রাওয়াত বলেন সরকার যেটা করে দেখাতে পারবে না সেটা ভারতীয় সেনা করে দেখাবে। কেন এমন মন্তব্য সেনা প্রধানের, তার আসল কারণটি হলো এখনও দেশের বিভিন্ন জায়গায় ভারত সরকার শিক্ষা ও স্বাস্থ্যের মতো কিছু সুবিধা দিতে পারে না। সেই সমস্ত জায়গায় ভারতীয় সেনা শিক্ষা ও স্বাস্থ্যের মতো পরিষেবা পৌঁছে। বর্তমানে এখন ও কিছু জায়গা রয়েছে যেখানে যেখানে সরকারের জনকল্যাণমূলক কাজ পৌঁছয়ই না। কিন্তু সে সব এলাকাতেও স্বাস্থ্য বা শিক্ষার আলো পৌঁছে দেয় সেনা বাহিনী। এইসব এলাকার মানুষ বহুলাংশে সেনা বাহিনীর উপর নির্ভর করেন। ভারত সরকার যে কাজ করতে পারে না সেই সব জায়গায় কাজ করে দেখায় বাহিনী।
24 ghanta live news
Comments
Post a Comment