মমতার স্বভাব নিয়ে মুকুলের কড়া মন্তব্য..


মুখমন্ত্রীর স্বভাব নিয়ে আজ মন্তব্য করলেন তার খুব পরিচিত মানুস মুকুল রায়। ঘটনাটি ঘটে পুরুলিয়ায়, বর্তমানে মুকুল রায় এখন বিজেপিতে তাই বিজেপির এক সভায় তিনি কড়া জবাব দেন মাননীয়া মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন মুখ্যমন্ত্রীর স্বভাবই হল ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া। এখই ঘটনা আগেও ঘটেছে, এখনও ঘটছে। 

ভারতী ঘোষ থেকে শুরু করে শোভন চট্টোপাধ্যায়কে একইভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন বর্তমান রাজ্যে এমনই একটা অবস্থা এতটাই খারাপ যে কোনও পুলিশ অফিসারই বুঝতে পারছেন না- ওনার অবস্থা কী হবে। এখন রাজ্যে শিল্প মানে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার এই সব।তিনি সাফ জানিয়ে এও বলেন বেশি দিন মানুস এই অপমান বরদাস্ত করবেন না।






Comments

Popular posts from this blog

bengali news live

রামমন্দির নির্মাণ ট্রাস্টের সভাপতি পদে যোগী আদিত্যনাথকে রাখার দাবি! ট্রাস্টের নেতৃত্বেই হবে মন্দির নির্মাণ।

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..