Big Breaking: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে কালি মাখিয়ে ভেঙে দেওয়া হল এই রাজ্যে..


সুপ্রভাত ডিজিটাল: ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার প্রতিবাদে এবার বাংলা। গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বানার্জী বলেছিলেন এমন মূর্তি ভাঙা উচিত হয়নি এবং তিনি লেনিনকে নেতাজীর সাথে তুলনা করেছিলেন। এবার রাজ্যে ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার প্রতিবাদে পড়ুয়া যা করলো তা খুব লজ্জাজনক।



আসল ঘটনাটি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া টালিগঞ্জ থানা এলাকায় কেওড়াতলা শ্মশানের সামনে এক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ছিল, সেই মূর্তিতে কালি মাখানো হয়। অভিযোগ ওঠে আজ সকালে ছজন তরুণ ও তরুণী স্লোগান দিতে দিতে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি মাখায় এবং তারপর সেটি ভেঙে দেয়। পরিস্থিতি সামাল দিতে টালিগঞ্জ থানার পুলিশ সেই জায়গায় যায় এবং ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। ছাত্রছাত্রী দের কাছ থেকেই জানা যায় তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া।



***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************

Comments

Popular posts from this blog

bengali news live

রামমন্দির নির্মাণ ট্রাস্টের সভাপতি পদে যোগী আদিত্যনাথকে রাখার দাবি! ট্রাস্টের নেতৃত্বেই হবে মন্দির নির্মাণ।

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..