বাংলায় হিন্দুদের রক্ষা করা হলো আমাদের কর্তব্য,আমাদেরও "গেরুয়া প্রিন্ট" তৈরী বললেন বাংলার এই বিজেপি নেতা..


সুপ্রভাত ডিজিটাল: মুন্সিরহাটে বিজেপিদের আক্রমণ করা হয়েছিল ভারত মাতার পুজো করার সময়। বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুরে বিজেপির এক সভায় জয় বন্দ্যোপাধ্যায় বলেন যে, "জয় এমনিতে রাগেন না। কিন্তু জয়কে খেপালে তৃণমূলরা সমস্যায় পড়ে যাবেন।


বিজেপি কর্মীদের উপর এমন ভাবে আক্রমণ ঘটতে থাকলে জয় প্রলয় ঘটিয়ে দেবে।" তিনি হাওড়ার ধূলাগড়ের কথা উল্লেখ করে বলেন যে, "ওখানের হিন্দুদের কত মারটাই না খেতে হয়েছিল। বাড়ি লুটপাট করে আগুন লাগানো হয়েছিল। এরা সকলেই তৃণমূল সমর্থিত ছিল। তাই আমাদের কর্তব্য হিন্দুস্থানে হিন্দুদের রক্ষা করা।

তিনি আরোও বললেন যে, তৃণমূল পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে কাজে নেমে পড়েছেন। এখন থেকেই ব্লু-প্রিন্ট তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই কাজে পুলিশ অফিসার, এমন কি পাড়ার মোস্তানদেরও কাজে লাগানো হচ্ছে। তিনি এর পাল্টা জবাবে বলেন, আমরাও গেরুয়া প্রিন্ট তৈরি করেছি। তৃণমূল যদি বন্দুক গুলি দিয়ে ব্লু প্রিন্ট করে তবে আমরা মানুষকে ভালোবেসে, শান্তি উন্নয়নের পথ দেখিয়ে গেরুয়া প্রিন্ট তৈরি করে রেখেছি। তৃণমূল চেষ্টা করবে পঞ্চায়েত ধরে রাখার, আর আমরা পঞ্চায়েত দখল করার।

Comments

Popular posts from this blog

Breaking india news

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..

Big Breaking: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে কালি মাখিয়ে ভেঙে দেওয়া হল এই রাজ্যে..