দেশের পিছিয়ে পড়া জেলার তালিকায় পশ্চিমবঙ্গের ৫ টি জেলা।ক্লিক করে জেনেনিন কোন কোন জেলা!

মোদী সরকার কেন্দ্রে আসার পর থেকে দেশের প্রতিটি শহর জেলাকে পর্যবেক্ষণ করে রিপোর্ট বের করা হয়েছে।কিছুদিন মাস আগেই দেশের কোনো কোন রেলস্টেশন পরিষ্কারর কোন কোন স্টেশন অপরিস্কার সেই রিপোর্ট বের করেছিল কেন্দ্র।সেখানে অবশ্য ভালো ফল করেছিল পশ্চিমবঙ্গ।পশ্চিমবঙ্গের দুর্গাপুর স্টেশন পরিষ্কার পরিছন্ন স্টেশনের তালিকায় ঠাই পেয়েছিল।এমনকি স্মার্টসিটি এর প্রকল্পের জন্যও পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও বিধাননগর বাছাই করা হয়েছিল।এবার ১১৫ টি পিছিয়ে পড়া জেলার নাম প্রকাশ করলো কেন্দ্র।দেশের এই পিছিয়ে পড়া জেলাগুলিকে উন্নত করার জন্য মনিটরিং অফিসারও নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের এই ৫ টি পিছিয়ে পড়া জেলায় স্থান পেয়েছে বীরভূম,মুর্শিদাবাদ,নদীয়া,মালদহ ও দক্ষিণ দিনাজপুর। জেলার উন্নতি পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে মনিটরিং অফিসার নিয়োগ করা হবে এনিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার।পিছিয়ে পড়া জেলাগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু টাকা বরাদ্দও করা হবে।যদিও কেন্দ্রের বরাদ্দ টাকা না নেয়ার সিধান্ত করে নবান্ন থেকে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রে।

Comments

Popular posts from this blog

Breaking india news

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..

Big Breaking: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে কালি মাখিয়ে ভেঙে দেওয়া হল এই রাজ্যে..