অনুব্রতর (কেষ্ট) দুর্নীতি ফাঁস করলেন মুকুল, কি বললেন তিনি জানুন..

মুকুল-কেষ্টর যুদ্ধ এই প্রথম নয়। গত নভেম্বরে রাজনগরের প্রকাশ্য জনসভা থেকেই মুকুলকে ভুঁইফোড়,কুলআঁটি ও  দুর্নীতিগ্রস্ত নেতা বলে কটাক্ষ করেছিলেন অনুব্রত। আটচল্লিশ ঘণ্টা আগে অনুব্রত মণ্ডলকে পাশে নিয়ে বীরভূমে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেষ্ট (অনুব্রত) বিরুদ্ধে বিজেপি সব সময় কুৎসা করে।মাথা গরম হয়ে যায়। তার জবাব দিলেই ওর দোষ!  সেই বীরভূমে দাঁড়িয়ে শনিবার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতর বিরুদ্ধে করা জবাব দিলেন মুকুল রায়, তিনি বলেন  জমি-দুর্নীতির অভিযোগ সবাই জানে মমতা যতই ঢাকতে চান পারবেন না, আরো বলেন সব কাগজ হাতে নিয়ে বলছি এটা ট্রেলার মাত্র এর পর আরো অনেক কিছু জানতে পারবেন, এই দুর্নীতির  জবাব দিতে হবে অনুব্রতকে। তার জবাবে অনুব্রত বলেছেন, ‘‘সব মিথ্যে উনি মিথ্যুক।

Comments

Popular posts from this blog

Breaking india news

আমরা সুপ্রিম কোর্টকে মানি না, আফজল গুরু নির্দোষ ছিল: CAA এর বিরোধিতা করতে গিয়ে বললেন মহিলা

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..