মুখ পুড়লো মোদী বিরোধীদের।কিভাবে জানলে গর্বিত বোধ করবেন..দেখুন ভিডিও

মোদী বিরোধীদের উপর পড়লো বড়ো রকমের ঝটকা। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে ২০১৮ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার বেড়ে হবে  ৭.৩ শতাংশ । ২০১৯ সালে  এবং ২০২০ সালে আর্থিক বৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৭.৫ শতাংশ।বিশ্ব ব্যাঙ্ক দাবি করেছে নোটবন্দি এবং GST এর মতো মুখ্য পরিবর্তনের জন্যই ভারতের আর্থিক বৃদ্ধির হার বাড়বে।সব থেকে আশ্চর্যের বিষয় হলো ভারতের এই বৃদ্ধি চিনকে ছাপিয়ে অনেকটা এগিয়ে যাবে।২০১৭ তে চীনের আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৮০ শতাংশ  এবং ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৭০ শতাংশ। অর্থাৎ চীনের আর্থিক বৃদ্ধির হার ভারতের থেকে বেশি ছিল।কিন্তু জানলে অবাক হবেন ২০১৮ তে চীনের আর্থিক বৃদ্ধির হার  ৬.৪০ শতাংশ কিন্ত ভারতের আর্থিক বৃদ্ধির হার বেড়ে  হয়েছে ৭.৩০ শতাংশ।এইভাবে চলতে থাকলে সামনের বছর গুলোতেও এগিয়ে থাকবে ভারত।বিষজ্ঞদের দাবি এইভাবে এগোতে থাকলে খুব শ্রীঘ্রই বিশ্বে সর্বপ্রথম স্থান দখল করবে ভারত।দেখুন ভিডিও-


Comments

Popular posts from this blog

bengali news live

রামমন্দির নির্মাণ ট্রাস্টের সভাপতি পদে যোগী আদিত্যনাথকে রাখার দাবি! ট্রাস্টের নেতৃত্বেই হবে মন্দির নির্মাণ।

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..