আজ PM মোদীর এক নতুন চমক জেনেনিন..


আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাবম্মতি নদীর তীরে আসবেন এবং এক নতুন সুবিধা দেশ বাসী সাথে সাথে গুজরাট কেও দেবেন, তিনি একটি সমুদ্রপৃষ্ঠে চলা উড়োজাহাজ উদ্বোদন করবেন যেটা জল ও আকাশ দুই পথেই চলতে পারবে,এই উড়োজাহাজ তিনি সাবম্মতি নদীতে চালাবেন,এর আগে এমন দেশে কখনো হয়নি এই প্রথম এমন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,তিনি মনে করেন এর ফলে গুজরাটে টুরিস্ট আরো উন্নতি হবে,এমনিতেও গুজরাট টুরিস্ট সারা দেশ এর মধ্যে সব থেকে বিখ্যাত,


আজ তিনি এই উড়োজাহাজ উদ্বোধন করে উত্তর গুজরাটের শ্রদ্ধাঞ্জিত অম্বাজি মন্দিরের দিকে রহনা দেবেন, মোদী আজ বৃহস্পতিবার নির্বাচন মঞ্চে অনুষ্ঠিত হবে, যেখানে মেহসানায় এক সমাবেশে ভাষণ দিয়ে মোদী গুজরাটের বিধানসভা নির্বাচনের জন্য তার মাসব্যাপী উচ্চ-ডেসিবেল প্রচারণা শেষ করেছেন। রাহুল গান্ধী ও কংগ্রেস উভয়েরই প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে ট্র্যাফিক পরিস্থিতির উদ্ধৃতি দিয়ে গুজরাট নির্বাচনে রোড সো রাখার অনুমতি না পায়নি।

Comments

Popular posts from this blog

bengali news live

রামমন্দির নির্মাণ ট্রাস্টের সভাপতি পদে যোগী আদিত্যনাথকে রাখার দাবি! ট্রাস্টের নেতৃত্বেই হবে মন্দির নির্মাণ।

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..