বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য অমিতাভ ব নেতাজির মধ্যে গভীর সম্পর্ক...
- Get link
- X
- Other Apps
জয়া ভাদুড়ী বাদেও তাঁর আত্মীয়তার যোগাযোগ রয়েছে বাংলার সাথে। আবার নেতাজির গভীর সম্পর্ক রয়েছে উত্তরপ্রদেশের সাথে। কারণ তাঁর পূর্বপুরুষরা সেই মাটিরই সন্তান। এক গবেষণায় উঠে এলো একটি অবিস্বাশকর সত্য। অমিতাভ বচ্চন আর নেতাজি সুভাষ চন্দ্র বসু নাকি একই পরিবারের সন্তান। শুধু তাই নয়, অন্তর্জাতিক গবেষক থেকে জানা গেছে হাজার বছর আগে এঁদের সকল পূর্বপুরুষ একই পরিবারের সন্তান ছিলেন।
এমনকি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গেও এঁদের সম্পর্ক রয়েছে। পাঁচকুলিন কায়স্থ উত্তর ভারত থেকে বাংলায় চলে আসে ছিলেন। এই পাঁচকুলিন কায়স্থ হলেন ঘোষ, বোস, মিত্র, দত্ত ও গুহ। তারপর তাঁরা এই পদবী নিয়েই তাদের জীবন বাংলায় অতিবাহিত করতে থাকেন। গবেষণা বলেছে যে, বাংলার বসু পরিবার আর উত্তরপ্রদেশের শ্রীবাস্তব পরিবার একই পূর্বপুরুষ থেকে এসেছে। সেই মত অনুযায়ী বচ্চন ও নেতাজির সম্পর্ক আত্মীয়তার।
source
এমনকি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গেও এঁদের সম্পর্ক রয়েছে। পাঁচকুলিন কায়স্থ উত্তর ভারত থেকে বাংলায় চলে আসে ছিলেন। এই পাঁচকুলিন কায়স্থ হলেন ঘোষ, বোস, মিত্র, দত্ত ও গুহ। তারপর তাঁরা এই পদবী নিয়েই তাদের জীবন বাংলায় অতিবাহিত করতে থাকেন। গবেষণা বলেছে যে, বাংলার বসু পরিবার আর উত্তরপ্রদেশের শ্রীবাস্তব পরিবার একই পূর্বপুরুষ থেকে এসেছে। সেই মত অনুযায়ী বচ্চন ও নেতাজির সম্পর্ক আত্মীয়তার।
source
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment