দেখুন কিভাবে মাদ্রাসায় ছাত্রীদের পড়ানোর নামে চলছিল যৌন নির্যাতন..

লখনউয়ে একটি মাদ্রাসা থেকে ৫১জন ছাত্রীকে উদ্ধার করল পুলিস,তাদের পড়ানোর নামে যৌন নির্যাতন করতো সেখানকারি শিক্ষক। বেশ কয়েকদিন ধরে তাদের সেখানে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হত বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাদ্রাসার শিক্ষককে।শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিস। উদ্ধার করা হয় ৫১ জন ছাত্রীকে। পুলিসকে তারা জানিয়েছে, মারধর করার পাশাপাশি তাদের ওপর যৌন নির্যাতন চালাতো অভিযুক্ত শিক্ষক। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, লখনউ-এর সাহাদতগঞ্জের ওই মাদ্রাসায় ১২৫ জন ছাত্রী পড়ে। ছাত্রীদের পরিবারের অভিযোগ, মাদ্রাসায় মাঝেমধ্যেই তাদের ওপর শারীরিক অত্যাচারের কথা জানাতো তারা।
শিক্ষক হয়ে শিক্ষার মন্দিরে যৌন নির্যাতন,সম্প্রতি কয়েকজন ছাত্রী তাদের ওপর অত্যাচারের কথা কাগজে লিখে মাদ্রাসা সংলগ্ন বাড়িগুলিতে দিয়ে আসে। এরপরই জানাজানি হয় বিষয়টি। পুলিসে জানানোর পাশাপাশি, রাজ্যের শিশুকল্যাণ দফতরকেও গোটা ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার এক সহৃদয় ব্যক্তি।

Comments

Popular posts from this blog

Breaking india news

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..

আমরা সুপ্রিম কোর্টকে মানি না, আফজল গুরু নির্দোষ ছিল: CAA এর বিরোধিতা করতে গিয়ে বললেন মহিলা