Big Breaking : গুজরাটের ফাইনাল অপিনিয়ন পোল এর ফলাফল এমন এলো যে, উড়ে গেল সকলের হুঁশ !


গুজরাট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহল খুবই সক্রিয় হয়ে পড়েছে।একদিকে কংগ্রেস এর হয়ে রাহুল গান্ধী তো অন্যদিকে বিজেপির হয়ে প্রধানমন্ত্রী নিজে মাঠে নেমে পড়েছেন।নির্বাচনের মাত্র ৫ দিন আগে এক হিন্দি নিউস চ্যানেল গুজরাট নির্বাচনের এক ওপিনিয়ন পোল বের করেছিল যেখানে খোলাখুলি মানুষের মতামত নেওয়া হতো নির্বাচন নিয়ে।এই ওপিনিয়ন পোল এর ফলাফল বেরোলে দক্ষ যায়,প্রত্যেকবারের মতো এবারেও বিজেপি জয়ী হয়।এই সার্ভের ফলাফল অনুযায়ী, ১৮২ সদস্যের গুজরাট বিধানসভার মধ্যে বিজেপি ৯১ থেকে ৯৯ টি আসন আসন পেতে পারে,যেখানে কংগ্রেস পেতে পারে ৭৮ থেকে ৮৬ টি আসন।বাকি অন্যানরা পেতে পারে ৩ থেকে ৭ টি আসন।গড়ে বলতে হলে বিজেপি পেতে পারে ৯৫ টি আসন,কংগ্রেস ৮২ এবং অন্যানরা পেতে পারে ৫ টি আসন।

এখন যদি আপনি ভেবে থাকেন, বিজেপি খুব একটা বেশি মার্জিনে জিতছে না।তাহলে আপনাদের জানিয়ে দি এই নিউজ চ্যানেল গুলি যে রেজাল্ট বের করছে তা শুধু মাত্র মানুষদের ডাইরেক্ট প্রশ্নের উত্তর হিসেবে পাওয়া ফলাফল।আসলে  বিজেপির এই ৯৫ আসনের লিমিট প্রায় ১৫০ এর উপর যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।আসলে এরম মনে করার কারণ হল এইরকম ওপিনিয়ন পোল উত্তরপ্রদেশের জন্যও করা হয়েছিল।যেখানে ৪০২ টি আসনের মধ্যে বিজেপি  ১৬৪-১৭৬ আসন পাবার আশা করা গিয়েছিল।কিন্তু আসল নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা গেল বিজেপি প্রায় দ্বিগুন আসনে জিতেছে।বিজেপি ওই নির্বাচনে ৩২৫ টি আসন নিয়ে জিতে ছিল। গুজরাটের প্রথম পর্যায়ের ভোটের আর ৩ দিন বাকি।এইসময় এই ফাইনাল ওপিনিয়ন পোল পরিষ্কার বলে দিচ্ছে যে এবারেও গুজরাটে পদ্মফুল ফুটবে।।

Comments

Popular posts from this blog

bengali news live

রামমন্দির নির্মাণ ট্রাস্টের সভাপতি পদে যোগী আদিত্যনাথকে রাখার দাবি! ট্রাস্টের নেতৃত্বেই হবে মন্দির নির্মাণ।

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..