রাহুল গান্ধীর হাস্যকর নাম পাপ্পু এর পরিবর্তে নতুন নাম কি জানেন ? জানলে হেসে হেসে....

রাজনীতিতে নেতা নেত্রীদের নাম পরিবর্তন করে তাদের কটাক্ষ করার প্রচলন অনেকদিনের।আর সেই প্রচলনের শিকার হয়েছেন রাহুল গান্ধীও
আসলে এতদিন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে পাপ্পু বলে কটাক্ষ করতেন বিজেপি এর নেতা কর্মীরা।আসন্ন গুজরাট নির্বাচনকে কেন্দ্র করে টান টান উত্তেজনার মধ্যে রাহুল গান্ধীকে আপাতত পাপ্পু বলে কটাক্ষ না করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।কিন্তু তাই বলে বিজেপি রাহুল গান্ধীকে কটাক্ষ করা ছেড়ে দেবে তা তো হয় না।তাই এবার রাহুল গান্ধীকে নতুন নামে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি নেতা নেত্রীরা এবং বিজেপি সমর্থকেরা।রাহুল গান্ধীকে এখন বিজেপির নেতারা 'যুবরাজ' নামে কটাক্ষ করা শুরু করেছেন।রাহুল গান্ধীকে পাপ্পু বলে কটাক্ষ করে অনেক ভিডিও বিজ্ঞাপনিতে বিজেপি রাহুলকে খোঁচা মেরেছে কিন্তু এবার নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যায় কটাক্ষ ।তাই এবার বিজেপি আবারও নতুন  নাম দিয়ে কটাক্ষ করে তার ভিডিও বিজ্ঞাপনী দেওয়া শুরু করে দিয়েছে।যদিও 'যুবরাজ' নামে কোনো আপত্তি দেখায়নি নির্বাচন কমিশন। তাই এই নতুন নামকে কেন্দ্র করে বিজেপি শুরু করে দিয়েছে তাদের প্রচার এবং একইসঙ্গে রাহুল গান্ধীকে খোঁচা মারা।


দেখুন রাহুলকে কটাক্ষ করা ভিডিও বিজ্ঞাপন


Comments

Popular posts from this blog

bengali news live

রামমন্দির নির্মাণ ট্রাস্টের সভাপতি পদে যোগী আদিত্যনাথকে রাখার দাবি! ট্রাস্টের নেতৃত্বেই হবে মন্দির নির্মাণ।

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..