মোদীজী কি সত্যিই সকলকে 15 লাখ টাকা দেওয়ার কথা বলেছিলেন ? আসল সত্য কি দেখুন ভিডিও |


2014 সালে লোকসভা ভোটের আগে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি তখন ঝড়ের বেগে গোটা দেশে জনসভা করে বেড়াচ্ছিলেন। এমনই এক সভায় তিনি বিদেশে ভাতীয়দের গচ্ছিত কালো টাকার প্রসঙ্গ তোলেন। সেখানে তিনি মোট টাকার পরিমাণ বোঝানোর জন্য একটি উদাহরণ দেন -” এত কালো টাকা বিদেশী ব্যাঙ্কে আছে যে দেশে ফেরাতে পারলে এক এক জনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এ 15-18 লাখ টাকা হবে” । অর্থাৎ বিদেশে জমানো কালো টাকার পরিমাণ এতটাই বড়।

দেখুন সেই ভিডিওটি 

কিন্তু সেদিনকার ভাষণ শুনে এমন কোথাও দেখা যাচ্ছেনা যে তিনি সবার অ্যাকাউন্ট-আ ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু বিরোধী পার্টি এবং এক শ্রেণীর মিডিয়া এই বক্তব্যটাকেই নিজেদের মত করে জনতার কাছে প্রচার আজও করে চলেছেন। এবং আজও বিকেলের টিভি বিতর্কে আসা বিজেপির প্রতিনিধিকে চুপ করানোর জন্য বিরোধী দলের প্রতিনিধিরা এই প্রশ্নটাই করেন।ভারতের রাজনীতিতে ভোটের জন্য মিথ্যা প্রতিশ্রতি দেওয়া বা কোন কথাকে ভুল ব্যাখ্যা করে প্রচার করা নতুন কিছু না। অহু বছর ধরেই সেটা হয়ে আসছে। তবে আগের সময় আর এখনকার সম্য আলাদা। আগে শুধু মাত্র সংবাদ মাধ্যমের মাধ্যমেই লোকে খবর জানতে পারতো। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে যেকোন খবর এক মুহুর্তেই সবার কাছে পৌঁছে দেওয়া যায় এবং জথারীতি এই আধুনিক যোগাযোগের মাধ্যমকে ভালো খারাপ দুই কাজেই ব্যবহার করাও হচ্ছে। বর্তমানের দেশের সমস্ত রাজনৈতিক দল এর মাধ্যমে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে । সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করার তালিকায় আছে ডান বাম সমস্ত দলই।


Comments

Popular posts from this blog

bengali news live

রামমন্দির নির্মাণ ট্রাস্টের সভাপতি পদে যোগী আদিত্যনাথকে রাখার দাবি! ট্রাস্টের নেতৃত্বেই হবে মন্দির নির্মাণ।

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..