ত্বহা সিদ্দিকির এক নতুন বক্তব্য যা শুনলে আপনিও চমকে উঠবেন

photo by google.com
বর্তমান শাসকদলের বিরুদ্ধে এখনও পর্যন্ত যতগুলি মন্তব করেছেন সিদ্দিকি , তাঁর মধ্যে এই মন্তব সম্ভবত সবচেয়ে সাংঘাতিক!
photo by google.com
এদিন দুই বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় ও ভাস্কর ভট্টাচার্যকে পাশে বসিয়ে শরিফের পীরজাদা সিদ্দিকি বলেন, দিনের বেলা যারা তৃণমূল, রাতে তারাই আরএসএস,বিজেপি। এরপর শাসকদলকে অস্বস্তিতে ফেলে দেয় এই মন্তব্য, “ধুলাগড়, দেগঙ্গা, বাদুড়িয়ায় যারা গ্রেফতার হয়েছে তাদের অনেকেই তৃণমূল “। সরাসরি না বললেও তাঁর নিশ্বাসে থাকে। রাতের বেলা বিজেপি-আরএসএস সেজে ‘দাঙ্গা’ করছে।রাজ্যের একটি বড় অংশের মানুষের কাছে ফুরফুরা শরিফের গুরুত্ব । সংখ্যালঘুরা তো বটেই, ফুরফুরা যেহেতু পীরের দরগা তাই অন্য সম্প্রদায়য়ের মানুষেরও নিত্য যাতায়াত আছে ফুরফুরা শরিফে।

রাজ্যের বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় সরকার ও শাসকদল একতরফা বিজেপিকেই দায়ী করেছে। শাসকদলের সঙ্গে গলা মিলিয়েছে অন্যান্য বিজেপি বিরোধী দলগুলিও। এদিনের বক্তব্য এইসব রাজনৈতিক দলের দাবির সামনে বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে অচ্ছুত করে রাখার যে নিরন্তর চেষ্টা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বামেদের তরফে চালান হয়, সেই চেষ্টার বাড়া ভাতেও এদিন ছাই ফেললেন ত্বহা। অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কারণ এদিনই ত্বহা বলেছেন, “সাম্প্রদায়িকতার জন্যে শুধু বিজেপিকে দায়ী করা যায় না। সব দলই সাম্প্রদায়িক কাজকর্ম করে।”

সিদ্দিকি শুধু বলেই থেমে থাকছেন না, তিনি এও বলেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি কারা কিভাবে সাম্প্রদায়িকতায় যুক্ত। এদিন এই বক্তব্য রাজ্য বিজেপিকে কিছুটা সুবিধে করে দিল বলেই মনে হয়,.।

[বি: দ্র:~ সুপ্রভাত.ইন ,বাংলাতে প্রকাশিক নতুন ব্লগ এ আপনাকে স্বাগত , আপনাদের প্রতি অনুরোধ আমাদের ব্লগ এ আপনার ইমেইল টি সাবস্ক্রাইব করুন  পরবর্তী পোস্ট সর্বপ্রথম পেতে । আপনি Google Chrome ব্যবহারকারী হলে , লাল ঘন্টা বোতাম এ টিপে সাবস্ক্রাইব করে দিন। আমাদের পোস্ট গুলি ভালো লাগলে আপনাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন ]

Comments

Popular posts from this blog

bengali news live

রামমন্দির নির্মাণ ট্রাস্টের সভাপতি পদে যোগী আদিত্যনাথকে রাখার দাবি! ট্রাস্টের নেতৃত্বেই হবে মন্দির নির্মাণ।

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..